মৃত মৎস্যজীবীর পরিবারকে সরকারি আর্থিক সাহায্য প্রদান করার দাবী কংগ্রেসের

সুব্রত দাস, গন্ডাছড়া, ১৪ মার্চ || এক বছর পরও সরকারি সাহায্য পেলেন না ডুম্বুর জলাশয়ে ডুবে মৃত দরিদ্র মৎস্যজীবী হরি দাসের পরিজনরা। ডুম্বুর জলাশয়ে মাছ ধরতে গিয়ে প্রাকৃতিক বন্যার কবলে পড়ে জলে ডুবে মৃত্যু হয়েছিল ৪ দরিদ্র মৎস্যজীবীর। এর মধ্যে একজন হল গন্ডাছড়া এম আর দাসপাড়ার স্থানীয় বাসিন্দা হরি দাস, বয়স ৪৩। এই দরিদ্র মৎস্যজীবীর মৃত্যুর এক বছর অতিক্রান্ত হলেও সরকারের তরফ থেকে কোনো ধরনের সহযোগিতা প্রদান করা হয়নি।

শুক্রবার দুপুরে ঐ দরিদ্র মৃত মৎস্যজীবী হরি দাসের পরিবারের খোঁজখবর নিতে পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন রাইমাভ্যেলী এস সি কংগ্রেসের চেয়ারম্যান কার্তিক মণ্ডল এবং রাইমাভ্যেলী ব্লক যুব কংগ্রেস সভাপতি বাদল সরকার সহ যুব কংগ্রেস ও ব্লক কংগ্রেস নেতৃত্বরা। উনারা মৃত মৎস্যজীবীর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে পরিবারের পাশে থাকার বার্তা দেন এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করেন যাতে সমস্ত সহযোগিতা প্রদান করা হয়।

ব্লক যুব কংগ্রেস সভাপতি বাদল সরকার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, অতিসত্বর যাতে এই মৃত মৎস্যজীবীর পরিবারকে সরকারি আর্থিক সাহায্য প্রদান করা হয়। না হলে আগামী দিনে ব্লক কংগ্রেস এবং ব্লক যুব কংগ্রেস আন্দোলনে যেতে বাধ্য হবে।

 

 

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*