আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ মার্চ || শুক্রবার টাটা গ্রুপের ইন্ডিয়ান হোটেল কোম্পানী লিমিটেড এবং ত্রিপুরা সরকারের মধ্যে এক মৌ স্বাক্ষরিত হয়েছে। এদিন দুপুরে ত্রিপুরা ইনস্টিটিউশন ফর ট্রান্সফরমেশন কার্যালয়ের কনফারেন্স হলে রাজ্যের হোটেল ক্ষেত্রের বিকাশে ও পর্যটন শিল্পের উন্নয়নকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে এই মৌ স্বাক্ষরিত হয়। এই মউ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, শিল্প ও বাণিজ্য মন্ত্রী সান্ত্বনা চাকমা, পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, শিল্প ও বাণিজ্য দপ্তরের সচিব কিরণ গিত্যে, অর্থ দপ্তরের সচিব অপূর্ব রায়, পর্যটন দপ্তরের সচিব ইউ কে চাকমা সহ ইন্ডিয়ান হোটেল কোম্পানী লিমিটেড-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (অপারেশন) কে মোহনচন্দ্রণ, ইন্ডিয়ান হোটেল কোম্পানী লিমিটেড-এর এরিয়া ডিরেক্টর এন্ড জেনারেল ম্যানেজার জয়ন্ত দাস প্রমুখ।