সুব্রত দাস, গন্ডাছড়া, ১৬ মার্চ || পাগল কুকুরের তান্ডবে অতিষ্ট সাধারণ মানুষ। রবিবার সাতসকালে ঐ পাগল কুকুরে খুবলে নিলো এক শিশুর গালের মাংস। গুরতর আহত ঐ শিশুর চিকিৎসা চলছে গন্ডাছড়া মহকুমা হাসপাতালে। ঐ পাগল কুকুরের ভয়ে আতঙ্কে ভুগছে সংশ্লিষ্ট এলাকার সাধারণ মানুষজন।
ঘটনার বিবরণে জানা যায়, গন্ডাছড়া মহকুমার অন্তর্গত ত্রিশকার্ডের বাসিন্দা সুশীল দাস। রবিবার সাতসকালে নিজ বাড়ীর উঠানে সুশীল দাসের সাড়ে তিন বছরের ছোট্ট শিশু পুত্রটি খেলা করছিলো। এমন সময় একটি কুকুর এসে শিশুটির উপর ঝাপ্টে পড়ে এবং মুখের চোখ সহ বাঁ দিকের গালে কামড়ে ধরে শিশুটিকে ঝাকুনি দিতে থাকে। এমতো অবস্থায় শিশুটির চিৎকারে ঘর থেকে অন্যান্যরা বেরিয়ে এসে ঐ পাগলা কুকুরের হাত থেকে শিশুটিকে রক্ষা করে। ততক্ষনে শিশুটির মুখের বাঁ দিকের গালের মাংস খুবলে নিয়েছিল ঐ পাগল কুকুরটি। ঐ পাগল কুকুরটি এতোই হিংস্র হয়ে উঠেছিল যে কুকুরের কামড়ে ঐ শিশুটির মুখের দুইটি দাঁতও খসে পড়েছিল। সঙ্গে সঙ্গেই কুকুরের কামড়ে গুরতর আহত সাড়ে তিন বছরের শিশুটিকে আনা হয় গন্ডাছড়া মহকুমা হাসপাতালে। সঙ্গে সঙ্গেই শিশুটির চিকিৎসা শুরু করেন কর্তব্যরত চিকিৎসক। হাসপাতাল সূত্রে খবর শুক্রবার এবং শনিবার আরো দু’জন কুকুরের কামড়ে আহত হয়ে হাসপাতালের চিকিৎসা নিয়েছেন। অবিলম্বে পাগল কুকুরগুলির বিরুদ্ধে স্থানীয় প্রশাসনকে সঠিক ব্যবস্থা নেওয়ার দাবী উঠেছে।
