বিশ্বশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৬ মার্চ || বিগত কিছুদিন পূর্বে রাজাপুর ভিলেজ এলাকার বাসিন্দা রঞ্জন দেবর্বমার কাছ থেকে নেশাসামগ্রী উদ্ধার করে পুলিশকে খবর দিয়েও কাজের কাজ কিছু না হওয়াতে স্থানীয় লোকজনেরা একত্রিত হয়ে নেশাবিরোধী অভিযানে কমিটি গঠন করে। কমিটি গঠন করে সোমবার রাত্রিবেলায় এলাকা থেকে নেশাসামগ্রী সহ দুই যুবককে আটক করে। এলাকাবাসীর প্রচেষ্টায় মঙ্গলবার রঞ্জন দেবর্বমার বাড়ী থেকে নেশা সামগ্রী উদ্ধার করা হয়। জানা যায়, গরু বোঝাই গাড়ী করে নেশা সামগ্রী নিয়ে আসে রঞ্জন দেবর্বমা। এদিন পুনরায় এলাকাবাসীর যৌথ প্রচেষ্টায় নেশাবিরোধী অভিযানে সাফল্য অর্জন করে। রাজাপুর ভিলেজ এলাকার লোকজনদের এইধরনের কর্মসূচী প্রতিনিয়ত জারী থাকবে।