বিশ্বশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৬ মার্চ || শান্তিরবাজার মহকুমার বিভিন্নপ্রান্তে নেশার রমারমা বানিজ্য চলাতে নেশার করালগ্রাসে আশক্ত হয়ে পরছে যুবসমাজ। নেশা সামগ্রী ক্রয়ের জন্য শান্তিরবাজার মহকুমার বিভিন্নপ্রান্তে বিক্ষিপ্তভাবে চুরি সংগঠিত করে যাচ্ছে নিশিকুটম্বের দল।
মঙ্গলবার রাতে শান্তিরবাজার মহকুমার মুড়াসিং পাড়ায় অবস্থিত নিশিকুমার মুড়াসিং পাড়া উচ্চ বিদ্যালয়ে চুরি সংগঠীত করে নিশিকুটম্বের দল। এই চুরিকান্ডে বিদ্যালয় থেকে মিড ডে মিলের জন্য রাখা ১৭ বস্তা অর্থাৎ সারে ৮ কুইন্টাল চাল চুরি করে নিয়ে যায় নিশিকুটম্বের দল। এই বিদ্যালয়ে চুরির পাশাপাশি পাশ্ববর্তী অঙ্গনওয়াড়ী কেন্দ্র থেকে একটি গ্যাসের সিলিন্ডার নিয়ে যায় চোরের দল। এই চুরিকান্ডের খবর পেয়ে বুধবার ঘটনাস্থলে ছুটে যায় মনপাথর ফাঁড়ী থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থলে গিয়ে চুরিকান্ডের বিভিন্নদিকগুলি পরিদর্শন করেন। এখন দেখার বিষয় চুরিকান্ডে জরিতদের আটক করতে পুলিশ কতটুকু সক্ষম হয়।