সুব্রত দাস, গন্ডাছড়া, ২৬ মার্চ || রাইমাভ্যালিতে বিজেপি বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলে ভাঙ্গন অব্যাহত রয়েছে। ধীরে ধীরে রাইমাভ্যালিতে পাহাড়ে ভারী হতে শুরু করেছে বিজেপি দল। সম্প্রতি তিপ্রা মথা দলের রাইমাভ্যালি ব্লক কমিটির প্রাক্তন সভাপতি মইধনরাম রিয়াং বিজেপি দলে আনুষ্ঠানিক ভাবে যোগদান করার পর বেশ সাড়া পড়ে গোটা এলাকায়। বুধবারও সেই পথ অনুসরণ করলো তিপ্রা মথা দলের আরো দুই পরিবারের সাত ভোটার।
বিবরণে প্রকাশ, রাইমাভ্যালি বিধানসভা কেন্দ্রের দলপতিপাড়া এডিসি ভিলেজের তিপ্রা মথা দলের দুই নেতৃত্ব সহ মোট সাতজন ভোটার আনুষ্ঠানিকভাবে বিজেপি দলে যোগ দেন। এই উপলক্ষে বুধবার রাইমাভ্যালি বিধানসভার গন্ডাছড়া মহকুমার সদর কার্যালয়ে একটি যোগদান সভার আয়োজন করা হয়। এদিন বিকাল পাঁচটায় এমডিসি ভূমিকানন্দ রিয়াং, মন্ডল সভাপতি ধন্যমানিক ত্রিপুরা, যুব নেতৃত্ব লিটন দেবনাথ এবং দ্বীপ দাসের উপস্তিতিতে দুই পরিবারের নেতৃত্ব সহ মোট সাত ভোটার বিজেপি দলে যোগ দেন। নবাগতদের হাতে বিজেপি দলের পতাকা তুলে দিয়ে দলে বরণ করে নেন উপস্থিত নেতৃত্বরা।