আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৬ মার্চ || রাজ্যে নতুন করে খাদ্য পরিদর্শক নিয়োগের ঘোষণা করলেন রাজ্যের খাদ্য মন্ত্রী সুশান্ত চৌধুরী। বুধবার ত্রিপুরা বিধানসভার বাজেট অধিবেশনের চতুর্থ দিনে বক্তব্য রাখতে গিয়ে খাদ্য মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, রাজ্যে ফুড ইন্সপেক্টরে ৫৭টি পদের মধ্যে বর্তমানে ২৯টি পদ পূরণ করা হয়েছে। ইতিমধ্যে, টিপিএসসি’র মাধ্যমে আরও ১৫ জন প্রার্থীর নিয়োগের প্রক্রিয়া চলছে। খাদ্য মন্ত্রী বলেন, ২০টি খাদ্য পরিদর্শকের পদের জন্য রাজ্যের অর্থ বিভাগে অনুমোদনের আবেদন করা হয়েছিল, ১৫টির অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ১৫-২০ দিনের মধ্যে নিয়োগপত্র জারি করা হবে বলে জানান তিনি।
তিনি বলেন, মোট পদের মধ্যে ৩১% তফসিলি উপজাতি (এসটি), ১৭% তফসিলি জাতি (এসসি) প্রার্থীদের জন্য এবং বাকিগুলো অসংরক্ষিত (ইউআর) বিভাগের জন্য সংরক্ষিত, যেখানে ৩৩% পদ মহিলা প্রার্থীদের জন্য সংরক্ষিত রয়েছে।