গোপাল সিং, খোয়াই, ২৬ মার্চ || মিড ডে মিলের কর্মীরা সড়ক অবরোধ করল খোয়াইয়ের বেলফাঙ্গ এলাকায়। তাদের দাবি মিড ডে মিলের কোক কাম হেল্পারদের বকেয়া বেতন প্রদান করা, মিড ডে মিলের কর্মীদের ইচ্ছাকৃত ছাটাই বন্ধ করা, নিয়মিত বেতন প্রদান করা। মুলত অবরোধকারীদের দাবি ছিল তাদের বেতন ১৮ হাজার টাকা করতে হবে। মিড ডে মিলের কর্মীরা বুধবার সকাল ৮টা থেকে বেলফাঙ এলাকায় পথ অবরোধে বসেন।