রাজ্যের বিধায়ক হোস্টেলের করুন অবস্থা! ছাদ ফেটে পড়ছে জল, অভিযোগ খোদ শাসকদলের বিধায়কের

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২০ মে || রাজ্যের বিধায়ক হোস্টেলের করুন অবস্থা! ঘটা করে উদ্বোধনের মাত্র দেড় বছরের মধ্যেই বিধায়ক হোস্টেলের রুমের ছাদ ফেটে জল পড়ছে রুমের ভিতর। তাছাড়া রুমের দরজা জানালা থেকে শুরু করে সবকিছু নিম্নমানের বলেও প্রশ্ন তুললেন শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোথ রিয়াং।
এদিন শাসকদলের বিধায়ক প্রমোথ রিয়াং সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে জানান, ‘এখন প্রশ্ন হল যদি রাজ্যের বিধায়ক হোস্টেলের এমন অবস্থা হয়, তাহলে সাধারণ দপ্তরের ঠিকাদারের কাজ নিয়েও বড় প্রশ্ন চিহ্ন রয়ে যাচ্ছে।’ তিনি বলেন, ‘খুবই নিম্নমানের নির্মাণ কাজ হয়েছে। ছাদে ফাটল দেখা দিয়েছে, বৃষ্টির সময় ঘরের ভিতর জল পড়ে, দরজা-জানালার মানও একেবারে খারাপ। এটি অত্যন্ত দুঃখজনক এবং উদ্বেগজনক।’
এই ঘটনার পর সাধারণ প্রশাসনিক দপ্তরের অধীনে থাকা ঠিকাদারি কাজ এবং প্রকৌশল বিভাগের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*