সাগর দেব, তেলিয়ামুড়া, ২৩ মে || তিপ্রা মথা দলের উদ্যোগে শুক্রবার এক যোগদান সভা অনুষ্ঠিত হয়। এদিন কৃষ্ণপুর বিধানসভার অন্তর্ভুক্ত হলুদিয়া এডিসি ভিলেজের ছনবাড়ী ৪নং ওয়ার্ড এলাকায় অনুষ্ঠিত হয় এই যোগদান সভা। মূলত তিপ্রা মথা দলের কৃষ্ণপুর ব্লক প্রেসিডেন্ট মহেন্দ্র দেববর্মার উদ্যোগে অনুষ্ঠিত হয় এই সভা। এদিন এই সভায় মহেন্দ্র দেববর্মা ছাড়াও অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন। এদিনের এই যোগদান সভায় বিভিন্ন রাজনৈতিক দল ত্যাগ করে ১৩ পরিবারের ৩৫ জন ভোটার তিপ্রা মথা দলে যোগদান করে বলে উপস্থিত নেতৃত্বরা জানান।