মহিলা মোর্চার উদ্যোগে তেলিয়ামুড়ায় সিঁদুর যাত্রা

সাগর দেব, তেলিয়ামুড়া, ২৩ মে || কাশ্মীরের পেহেলগামে পাকিস্তান মদতপুষ্ট আতঙ্কবাদীদের দ্বারা দেশের নিরীহ মা-মেয়েদের সিঁদুর মুছে ফেলার ঘটনার বিরুদ্ধে দৃঢ় প্রতিক্রিয়া ব্যাক্ত করে ভারত প্রতিশোধের শপথ নিয়েছে — এই স্লোগানকে সামনে রেখে তেলিয়ামুড়া’য় শুক্রবার বিকেলে সিঁদুর যাত্রা র‍্যালী অনুষ্ঠিত হয়।
২৮-তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি মহিলা মোর্চার উদ্যোগে আয়োজিত এই র‍্যালীর মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানানো হয়। যিনি নারীদের সম্মান রক্ষায় দৃঢ় অবস্থান গ্রহণ করেছেন।
এদিনের এই কর্মসূচিতে রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় উপস্থিত ছিলেন। এছাড়াও, বিভিন্ন স্তরের মহিলারা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ র‍্যালীতে অংশগ্রহণ করেন।
এই র‍্যালীর মূল উদ্দেশ্য ছিল নারীর ঐতিহ্য ও সামাজিক মর্যাদা রক্ষার আহ্বান জানানো।
এদিনের এই র‍্যালী’তে উপস্থিত থেকে তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় নারীদের সুরক্ষা ও মর্যাদা নিশ্চিত করার জন্য কঠোর পদক্ষেপের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
এদিনের এই কর্মসূচীতে বিভিন্ন স্তরের মহিলারা সিঁদুরের প্রতীক ও জাতীয় পতাকা হাতে নিয়ে র‍্যালীতে অংশগ্রহণ করেন। এই সিঁদুর যাত্রা র‍্যালী তেলিয়ামুড়ার জনগণের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করেছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*