বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষন দিচ্ছে POPULAR COMPUTER ACADEMY

pcaআগরতলা, ১৩ জুন ।। যুগের সঙ্গে দিনে দিনে কঠিন হয়ে যাচ্ছে কর্মপ্রাপ্তি – সেখানেই প্রয়োজন নিজেকে মানানসই করে গড়ে তোলা। আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে জীবনকে প্রতিষ্ঠিত করে স্বপ্নকে বাস্তব করে তুলতে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে POPULAR COMPUTER ACADEMY বারবারই তার সাফল্য দেখিয়েছে। POPULAR COMPUTER ACADEMY গত বছরের মত এবছরেও বি পি এল অন্তর্ভুক্ত ২০ জন ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষন দেবে বলে শনিবার আগরতলা প্রেস ক্লাবে POPULAR COMPUTER ACADEMY আহুত এক সাংবাদিক সন্মেলনে প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল অনিরুদ্ধ দাস সাংবাদিকদের একথা জানায়। তিনি আরও জানান গত বছর ১৫ জন বি পি এল অন্তর্ভুক্ত ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষন দিয়েছিলেন, এবছর তা বাড়িয়ে ২০ জন করা হয়েছে। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি আরও জানান, সময়ের হিসেব রেখে POPULAR COMPUTER ACADEMY–তে সর্বস্তরের সব পেশার মানুষদের শিক্ষাদানের ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন POPULAR COMPUTER ACADEMY–র বহুমাত্রিক শিক্ষাঙ্গনে গড়ে উঠবে ভবিষ্যতের আধুনিক শিক্ষিত প্রজন্ম – বিশ্বাস করে POPULAR COMPUTER ACADEMY.

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*