ত্রিপুরায় শিক্ষাক্ষেত্রে নতুন দিগন্ত: আগরতলায় উদ্বোধন CBSE-র উপ-আঞ্চলিক কার্যালয়ের

গোপাল সিং, খোয়াই, ০৫ অক্টোবর || ত্রিপুরায় শিক্ষাক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপের সূচনা হলো আজ। আগরতলায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE)-এর উপ-আঞ্চলিক কার্যালয় (Sub-Regional Office)। রাজ্যের শিক্ষা ব্যবস্থায় এটি এক ঐতিহাসিক মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
শিক্ষা দপ্তরের সূত্রে খবর, আপাতত অফিসটি কার্যক্রম শুরু করবে আগরতলার রবীন্দ্রনগর এলাকা থেকে। বিমানবন্দরের নিকটে এর স্থায়ী ভবন নির্মাণ চলছে, যা সম্পূর্ণ হলে সেখানে স্থানান্তর করা হবে। এতদিন ত্রিপুরার সমস্ত CBSE-স্বীকৃত বিদ্যালয় গুয়াহাটি আঞ্চলিক দপ্তরের অধীনে ছিল। ফলে বিভিন্ন প্রশাসনিক কাজ যেমন ভর্তি সংক্রান্ত অনুমোদন, নাম সংশোধন, পরীক্ষাকেন্দ্র নির্ধারণ, এবং মার্কশিট সংশোধনের মতো কাজ করতে গিয়ে রাজ্যের স্কুলগুলিকে নানা সমস্যার মুখে পড়তে হতো।
ত্রিপুরা সাব-রিজিওনাল অফিস চালু হওয়ার ফলে এই সমস্ত প্রক্রিয়া এখন থেকে স্থানীয় পর্যায়েই সম্পন্ন হবে। এতে সময় ও অর্থ দুই-ই সাশ্রয় হবে এবং শিক্ষকদের প্রশাসনিক জটিলতাও অনেক কমে যাবে। রাজ্যের প্রায় ২০০টি CBSE-স্বীকৃত বিদ্যালয় এবং হাজার হাজার শিক্ষার্থী এই উদ্যোগের মাধ্যমে সরাসরি উপকৃত হবে।
একজন শিক্ষক বলেন, “এতদিন সামান্য কাজের জন্যও গুয়াহাটির সঙ্গে যোগাযোগ করতে হতো, যা সময়সাপেক্ষ ও ব্যয়বহুল ছিল। এখন সমস্ত পরিষেবা রাজ্যের মধ্যেই পাওয়া যাবে।” অভিভাবকরাও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, এটি শিক্ষার্থীদের প্রশাসনিক নিরাপত্তা এবং দ্রুত সহায়তার সুযোগ দেবে।
বিশেষজ্ঞদের মতে, এই উদ্যোগের ফলে ত্রিপুরা CBSE শিক্ষাব্যবস্থার মূলধারার সঙ্গে আরও দৃঢ়ভাবে যুক্ত হবে। এতে রাজ্যের শিক্ষার মানোন্নয়ন, স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধি পাবে।
ত্রিপুরার শিক্ষাক্ষেত্রে এই অফিসের সূচনা কেবল প্রশাসনিক সিদ্ধান্ত নয়—এটি রাজ্যের তরুণ প্রজন্মের জন্য নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে। শিক্ষা এখন আরও সহজলভ্য, আরও সংগঠিত, আরও আত্মবিশ্বাসী। শিক্ষার এই নতুন অধ্যায় ত্রিপুরাকে যুক্ত করল জাতীয় শিক্ষার অগ্রগতির মূল স্রোতের সঙ্গে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*