গোপাল সিং, খোয়াই, ০৫ অক্টোবর || ত্রিপুরার প্রযুক্তি শিক্ষায় এক নতুন ইতিহাস রচনা করলেন স্যামুয়েল দেববর্মা। কেন্দ্রীয় দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা মন্ত্রকের অধীন ডিরেক্টরেট জেনারেল অব ট্রেনিং (DGT) আয়োজিত অল ইন্ডিয়া ট্রেড টেস্ট (AITT) ২০২৫-এ উত্তর-পূর্বাঞ্চলের সেরা প্রশিক্ষণার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি।
স্যামুয়েল বর্তমানে খোয়াই জেলার সরকারি আইটিআই তেলিয়ামুড়া’র মেকানিক ডিজেল ট্রেড (২০২৪–২৫) ব্যাচের শিক্ষানবীশ। কঠোর পরিশ্রম ও নিষ্ঠার জোরে এই মর্যাদাপূর্ণ সাফল্য অর্জন করেছেন তিনি, যা রাজ্যের শিক্ষা ও দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে এক গর্বের মাইলফলক।
গত ৪ঠা অক্টোবর নয়াদিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত চতুর্থ কৌশল দীক্ষান্ত সমারোহ ২০২৫ (4th Kaushal Deekshant Samaroh) অনুষ্ঠানে ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর হাতে তুলে দেন এই সম্মাননা।
সরকারি আইটিআই তেলিয়ামুড়ার পক্ষ থেকে জানানো হয়েছে, “স্যামুয়েলের এই অর্জন গোটা প্রতিষ্ঠানের জন্য গর্বের। তাঁর এই সাফল্য ভবিষ্যতের শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে দক্ষতা উন্নয়নের পথে এগিয়ে যেতে।”
স্যামুয়েলের এই সাফল্য রাজ্যের তরুণ প্রজন্মের কাছে এক বার্তা বহন করে— স্বপ্ন দেখলে এবং পরিশ্রম করলে, ত্রিপুরার মাটিতেও গড়ে উঠতে পারে ভারতের দক্ষতা বিপ্লবের নতুন অধ্যায়।
