আগামী ৯ই নভেম্বর রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০’তম অল ত্রিপুরা মেগা ক্যুইজ

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ অক্টোবর || ত্রিপুরা ইনফো ডট কম ওয়েবসাইট ও রাজধানীর প্রখ্যাত কোচিং সেন্টার স্কুল অব সায়েন্স-এর যৌথ উদ্যোগে এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার সহযোগিতায় আয়োজিত ২০’তম অল ত্রিপুরা মেগা ক্যুইজ আগামী ৯ই নভেম্বর, রবিবার রাজধানীর রবীন্দ্র ভবনের ১নং হলে অনুষ্ঠিত হতে চলেছে।
অনুষ্ঠানটি সকলের জন্য উন্মুক্ত এবং প্রতি দলে দুইজন করে অংশ নিতে পারবেন। এবছর প্রতিযোগিতা দুটি বিভাগে অনুষ্ঠিত হবে—প্রথম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য স্কুল স্তর, এবং সকল বয়সের অংশগ্রহণকারীদের জন্য ওপেন মেগা ক্যুইজ। উদ্যোক্তাদের মতে, প্রতিটি স্তরে সর্বাধিক তিনশত টিম অংশগ্রহণের সুযোগ পাবে। অনলাইন রেজিস্ট্রেশন হবে ‘আগে আসলে আগে পাবেন’ (First Come, First Serve) ভিত্তিতে।
রেজিস্ট্রেশন ফি প্রতি টিমের জন্য ২০ টাকা, যা সম্পূর্ণভাবে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রদান করা হবে। আগ্রহীরা আগামী ৭ই নভেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত ত্রিপুরা ইনফো ডট কম ওয়েবসাইটে অনলাইনে নাম নথিভুক্ত করতে পারবেন। অফলাইনে রেজিস্ট্রেশনের জন্য অংশগ্রহণকারীরা ত্রিপুরা ইনফো-র লিচুবাগান অফিস বা আগরতলা পোস্ট অফিস চৌমুহনীর অফিসে অফিস সময়ের মধ্যে যোগাযোগ করতে পারবেন।
প্রতিযোগিতা শুরু হবে ৯ই নভেম্বর সকাল সাড়ে দশটায়, স্ক্রিনিং টেস্টের মাধ্যমে। প্রতিযোগীদের সকাল সাড়ে দশটার আগে হলে প্রবেশ করতে হবে। অডিয়েন্স রাউন্ডে অংশ নিতে ইচ্ছুক দর্শকরা সকাল ১১টার পর, স্ক্রিনিং টেস্ট শেষে হলে প্রবেশ করতে পারবেন।
উদ্যোক্তারা জানিয়েছেন, এবছরও থাকবে অডিয়েন্স রাউন্ড, যেখানে স্কুলের ছাত্রছাত্রী সহ সাধারণ দর্শকরাও অংশ নিতে পারবেন, এবং এর জন্য আলাদা রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই। দিনভর চলা এই প্রতিযোগিতায় থাকবে একাধিক নগদ পুরস্কার, বাইসাইকেল, স্মার্ট টিভি, স্মার্ট ফোন, এয়ার টিকিট, হোটেল পোলো টাওয়ারে বিনামূল্যে নাইট স্টে সহ দুই শতাধিক আকর্ষণীয় পুরস্কার।
স্কুল ক্যুইজে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার হিসেবে যথাক্রমে ২০,০০০ টাকা, ১০,০০০ টাকা ও ৫,০০০ টাকা প্রদান করা হবে। ওপেন ক্যুইজে প্রথম পুরস্কার ৩০,০০০ টাকা, দ্বিতীয় পুরস্কার ২০,০০০ টাকা এবং তৃতীয় পুরস্কার ১০,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিস্তারিত নিয়ম ও অংশগ্রহণের শর্তাবলি জানতে ত্রিপুরাইনফো ডটকম ওয়েবসাইটে ভিজিট করার আহ্বান জানিয়েছেন উদ্যোক্তারা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*