আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ অক্টোবর || আগরতলায় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে ভাঙচুরের ঘটনার প্রতিবাদে বুধবার রাজ্যে আসেন তৃণমূল কংগ্রেসের এক উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। কিন্তু রাজ্যে পা রাখতেই বিপত্তি। অভিযোগ, আগরতলার মহারাজা বীরবিক্রম বিমানবন্দরে নেমে তাঁদের জন্য কোনও যানবাহনের ব্যবস্থা করা হয়নি। ফলে বিমানবন্দর ছাড়তে পারেননি তাঁরা।
অবশেষে ক্ষোভে ফেটে পড়ে বিমানবন্দর চত্বরে ধর্ণায় বসেন তৃণমূল নেতারা। জানা গেছে, প্রতিনিধি দলে রয়েছেন তৃণমূলের সাংসদ ও রাজ্যের মন্ত্রী। তারা হলেন, কুণাল ঘোষ, সায়নী ঘোষ, প্রতিমা মন্ডল ও সুদীপ রাহা। দলীয় কার্যালয়ে ভাঙচুরের ঘটনার প্রতিবাদে এবং প্রশাসনের ভূমিকার বিরুদ্ধে এই ধর্ণার মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছেন তাঁরা।
