আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ অক্টোবর || আগরতলায় দলীয় কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় তদন্ত ও প্রতিবাদ জানাতে বুধবার রাজ্যে আসেন তৃণমূল কংগ্রেসের এক প্রতিনিধি দল। দলে উপস্থিত ছিলেন তৃণমূলের সাংসদ, মন্ত্রী ও শীর্ষ নেতৃত্বরা। তবে রাজ্যে পৌঁছেই শুরু হয় বিপত্তি। অভিযোগ, এমবিবি বিমানবন্দর থেকে দলীয় কার্যালয়ে যাওয়ার জন্য কোনও গাড়ি না দেওয়ায় বিপাকে পড়েন তারা।
এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে তৃণমূল প্রতিনিধি দল। দলের নেতৃত্বরা বিমানবন্দর চত্বরে বসে প্রতিবাদে ধর্না দেন। দীর্ঘ কয়েক ঘণ্টা অচলাবস্থার পর পুলিশের কড়া নিরাপত্তায় অবশেষে গাড়ি করে আগরতলার তৃণমূল প্রদেশ কার্যালয়ে পৌঁছান তাঁরা।
দলীয় কার্যালয় পরিদর্শন শেষে তৃণমূলের প্রতিনিধিরা সাংবাদিক সম্মেলন করেন এবং পরবর্তীতে পুলিশ হেড কোয়ার্টারে গিয়ে রাজ্য প্রশাসনের সঙ্গে সাক্ষাৎ করেন। পুরো ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চাঞ্চল্য।
