সাগর দেব, তেলিয়ামুড়া, ১৪ অক্টোবর || মঙ্গলবার সকালেই তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাট নৌকাঘাট সংলগ্ন এলাকায় এক যুবকের রহস্যজনক মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মৃত যুবকের নাম ভজন দেবনাথ (৩৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে এলাকাবাসী রাস্তার পাশে এক যুবককে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে তেলিয়ামুড়া থানার ওসি জয়ন্ত কুমার দে’র নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে পাঠায়।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে আগরতলা থেকে ফরেনসিক বিশেষজ্ঞদের ডাকা হয়েছে।
অন্যদিকে, মৃতের পরিবার দাবি করেছে এটি কোনও স্বাভাবিক মৃত্যু নয়—ভজন দেবনাথকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ ইতিমধ্যেই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে।
পুলিশ জানিয়েছে, ফরেনসিক রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে।
এদিকে, এই ঘটনাকে ঘিরে চাকমাঘাট ও আশপাশের এলাকায় তীব্র আতঙ্ক ও ক্ষোভের সঞ্চার হয়েছে। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের কাছে দ্রুত ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছেন।
