বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৪ অক্টোবর || দুর্ঘটনা রোধে বিশেষ পদক্ষেপ হিসেবে দক্ষিণ জেলার ট্রাফিক দপ্তর শুরু করল সচেতনতামূলক অভিযান। শুধুমাত্র জরিমানা বা মামলা নয়, এবার জনসচেতনতার মাধ্যমেই দুর্ঘটনা কমানোর উদ্যোগ নিয়েছে ট্রাফিক দপ্তর।
রাজ্যে প্রতিনিয়ত কোথাও না কোথাও সড়ক দুর্ঘটনা ঘটছে। ট্রাফিক বিধি না মেনে চলা, অতিরিক্ত গতিতে যানবাহন চালানো, হেলমেট ছাড়াই বাইক চালানো, সিটবেল্ট ব্যবহার না করা, কিংবা মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর মতো নিয়মভঙ্গের কারণেই এসব দুর্ঘটনা বেড়ে চলেছে।
এই প্রেক্ষিতে মঙ্গলবার জোলাইবাড়ী কাকুলিয়া এলাকার জাতীয় সড়কে বিশেষ সচেতনতামূলক অভিযান চালায় দক্ষিণ জেলার ট্রাফিক দপ্তর। দপ্তরের ওসি বিশ্বজিৎ দেববর্মার উদ্যোগে আয়োজিত এই অভিযানে চালকদের মধ্যে ট্রাফিক বিধি মানার গুরুত্ব সম্পর্কে সচেতন করা হয়।
ওসি বিশ্বজিৎ দেববর্মা জানান, “শুধু আইন প্রয়োগ নয়, মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোই আমাদের মূল লক্ষ্য। দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তিদের সরকারি সুযোগ-সুবিধা ও চিকিৎসা পরিষেবা পেতে সহায়তা করা হচ্ছে।”
তিনি আরও বলেন, দক্ষিণ জেলার পুলিশ প্রশাসন সর্বদা মানুষের স্বার্থে কাজ করে যাবে এবং নিরাপদ সড়ক গড়ে তুলতে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
