গোপাল সিং, খোয়াই, ১৬ অক্টোবর || বুধবার রাতে খোয়াই জেলার আশারামবাড়ি এলাকায় গরু চুরির চেষ্টার সময় গণপিটুনিতে নিহত তিন বাংলাদেশী চোরের মৃতদেহ বৃহস্পতিবার খোয়াই পহরমুড়া বাল্লারবের সীমান্ত দিয়ে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)-এর হাতে হস্তান্তর করা হয়।
খোয়াই জেলা হাসপাতাল মর্গে ময়নাতদন্তের পর এদিন মৃতদেহগুলি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও খোয়াই জেলা পুলিশ প্রশাসন। এ সময় উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিহতদের পরিচয় নিশ্চিত হয়েছে। তাঁরা হলেন—
১️। জুয়েল মিয়া (পিতা মৃত আশরাফ উল্লা, গ্রাম আলীনগর),
২️। পণ্ডিত মিয়া (পিতা কনা মিয়া, গ্রাম বাসুল্লা),
৩️। সজল মিয়া (পিতা কদ্দুস মিয়া, গ্রাম কবিলাশপুর, ইউনিয়ন গাজীপুর, বাংলাদেশ)।
ঘটনার পর থেকেই সীমান্ত এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। সীমান্তে শান্তি বজায় রাখতে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর পক্ষ থেকে নজরদারি জোরদার করা হয়েছে।
