নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ ডিসেম্বর ।। ভারতের ছাত্র ফেডারেশনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে জয়নগর মেলারমাঠ লোকাল কমিটির উদ্যোগে ভারতের ছাত্র ফেডারেশনের প্রতিষ্ঠা দিবসের প্রাক সন্ধ্যায় প্যারাডাইস চৌমুহনীতে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেশের শিক্ষা, সংস্কৃতি, ঐতিহ্য রক্ষা এবং সাম্প্রদায়িকতা বিভেদকামী শক্তির বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলার আহ্বানে মঙ্গলবার সন্ধ্যায় মেলারমাঠস্থিত ছাত্র যুব ভবনের সামনে থেকে SFI-র উদ্যোগে এক মশাল মিছিল বের হয়। এই মশাল মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে প্যারাডাইস চৌমুহনীতে SFI-র সাংস্কৃতিক অনুষ্ঠানে এসে যোগ দেয়।