তথ্য, বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক ।। মোবাইল মেসেজিং অ্যাপের দুনিয়ায় বেশ জনপ্রিয় হোয়াটসঅ্যাপ। এটা দিয়ে ব্যবহারকারীরা শুধু মেসেজ আদান-প্রদান করতে পারতেন। কল করার সুবিধাও তারাই প্রথম এনেছিল। এবার এতে যুক্ত হচ্ছে নতুন ফিচার। মেসেজ-কলের পাশাপাশি ইচ্ছেমতো ভিডিও কল ও চ্যাটিং করা যাবে হোয়াইটঅ্যাপ দিয়ে।
ইন্ডিয়ান এক্সপ্রেস ও পাকিস্তান ট্রিবিউনের খবরে বলা হয়, স্কাইপ-এর মতো খুব দ্রুতই হোয়াটসঅ্যাপের তালিকায় যোগ হচ্ছে ভিডিও কলিং সুবিধাও। কোম্পাটির ওয়েবসাইটের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, অ্যাপটির ২.১২.১৬.১ ভার্সনের একটি স্ক্রিনশর্ট নেওয়া হয়েছে যেটা পরীক্ষার জন্য প্রতিষ্ঠানের অভ্যন্তরে ব্যবহার করা হচ্ছে।
যদিও, কবে নাগাদ এ ফিচারটি আসতে পারে সেই সম্পর্কে নিশ্চিত করে কিছুই জানাননি প্রতিষ্ঠানটি। আপডেট ফিচারটি রিলিজ হওয়া নিয়েও বেশি জটিলতা রয়েছে। এ বছরের গোড়াতেই ব্যবহারকারীদের জন্য ভয়েস কলিং ফিচার নিয়ে এসেছিল হোয়াটসঅ্যাপ। তবে এখন পর্যন্ত প্রত্যাশাপূরণে সফল হয়নি এই ফিচারটি। উল্টে এই পরিষেবার বিরুদ্ধে অভিযোগ ভুরিভুরি। তবে ভিডিও কলিং-এর সুবিধা যদি নিয়ে আসতে পারে, তাহলে স্কাইপ-এর বেশ প্রতিযোগী প্রতিষ্ঠান হিসেবে আবির্ভূত হবে হোয়াটসঅ্যাপ। এই মুহূর্তে পৃথিবীতে প্রায় ৯০০ মিলিয়ন মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। গত পাঁচ মাসেই এই অ্যাপ-এর ইউজার সংখ্যা ১০ কোটি বেড়েছে। গত বছর ফেসবুক ২২ বিলিয়ন ডলার দিয়ে হোয়াটসঅ্যাপ কিনে নেওয়ার পর এর ব্যবহারকারীর সংখ্যাও হু হু করে বাড়ছে।