দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ১৫ জানুয়ারী ।। মকর সংক্রান্তিতে গোমতীর উৎসে তীর্থমুখ নতুন ভাবে জেগে উঠে। সংক্রান্তির মেলার টানে দূরদূরান্ত থেকে ছুটে আসেন মানুষ, পসরা নিয়ে হাজির হয় ব্যবসায়ীরা। সরকারী ব্যবস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে গান, বাজনা, নাটক প্রদর্শন পাশাপাশি গোমতীর পবিত্র জলে মন্ত্রোচারনে তর্পণের মধ্যদিয়ে পরলোকগত আত্মার প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতে অনেকেই পৌঁছে যান তীর্থমুখে। শীতকে উপেক্ষা করেই তীর্থমুখ মেতে উঠে মানুষের আনন্দ অবগাহনে। যেখানে শুরু সেখানে সমাপ্তির উপস্থিতি অনিবার্য তীর্থমুখ শুরু আর সমাপ্তির পূণ্য ছবিতে চির ভাস্কর।