৬.৬ বিলিয়ন অর্থ সাহায্যের আবেদন নেপালের

nplআন্তর্জাতিক ডেস্ক ।। ভূমিকম্প পরবর্তী উন্নয়ন কাজের জন‌্য নেপাল বিশ্ববাসীর কাছে প্রায় ৬.৬ বিলিয়ন অর্থ সাহায্য চেয়েছে।
পাঁচ বছর মেয়াদী এই উন্নয়ন কর্মকাণ্ডের সাহায্যার্থে দেশটির সরকার রোববার এক টিভি বক্তব্যে এই সাহায্য চায়।
ভূমিকম্পের কারণে দেশটি প্রতিদিন ৭ বিলিয়ন অর্থ হারাচ্ছে। দেশটির ভ্রমণ থেকে এ অর্থ আয় করত।
অর্থমন্ত্রণালয়ের একজন উর্দ্ধতন কর্মকর্তা সুনাম প্রসাদ সরমা বলেন, “জুনের ২৫ তারিখে ৩৬টি দেশ এবং ২৪টি সংস্থাকে সাহায্যার্থে আমন্ত্রণ জানানো হয়েছে।”
কাঠমন্ডুতে এক অনুষ্ঠানে সরমা বলেন, “আমি আমন্ত্রিত দেশ ও সংস্থাগুলো থেকে ভালো সাহয্য পাবো বলে বিশ্বাস করি।”
প্রসঙ্গত, এপ্রিল ২৫ এবং মে ১২ তারিখে ঘটে যাওয়া ভূমিকম্পে দেশটির প্রায় ৮৭৮৭ জন লোক মারা গেছে। ৫ লক্ষ লোকজন ঘরবাড়ি ছাড়া হয়েছে এবং প্রায় ২৮ লক্ষ লোক তাতে ক্ষতিগ্রস্ত হয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*