নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০৭ ফেব্রুয়ারী ।। ত্রিপুরা ষ্টেট কো-অপারেটিভ ব্যাঙ্কের নবনির্মিত ভবনের দ্বারোদঘাটন হল রবিবার। মঙ্গল প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে আররতলার পোষ্ট অফিস চৌমুহনীতে ত্রিপুরা ষ্টেট কো-অপারেটিভ ব্যাঙ্কের নবনির্মিত ভবনের শুভ দ্বারোদঘাটন করলেন রাজ্যের মূখ্যমন্ত্রী মানিক সরকার। কো-অপারেটিভ ব্যাঙ্কের নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে মূখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র প্রফুল্লজিৎ সিনহা সহ ব্যাঙ্কের আধিকারিকরা।