আন্তর্জাতিক ডেস্ক ।। গ্রিসে যাওয়ার পথে তুর্কী সমুদ্র উপকূলের কাছে দু’টো নৌকা ডুবে অন্তত ৩৫জন আশ্রয়প্রত্যাশী অভিবাসী নিহত হয়েছেন। তুরস্কের রাষ্ট্র নিয়ন্ত্রিত বার্তা সংস্থা আনাদোলু ও দোগান জানিয়েছে, গ্রিসের লেসবোস দ্বীপের দিকে নৌকাডুবির ঘটনায় ২৪জন নিহত হয়েছেন। দোগান জানিয়েছে, তুরস্কের ইজমির প্রদেশের দিকিলির কাছে আরেকটি পৃথক নৌকাডুবির ঘটনায় আরো ১১জন নিহত হয়েছেন। চলতি বছরের ৫ ফেব্রুয়ারি পর্যন্ত ইউরোপে পৌঁছানোর উদ্দেশ্যে অবৈধভাবে সমুদ্র পাড়ি দিতে গিয়ে অন্তত ৩৭৪জন আশ্রয়প্রত্যাশী অভিবাসী নিহত হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসী সংস্থা (আইওএম)। নিহতদের অধিকাংশই গ্রিসের পথে ছিলেন। ২০১৫ সালে ইউরোপে পৌঁছানো এবং অভিবাসনের চেষ্টারত আশ্রয়প্রত্যাশীদের সবচেয়ে বেশি ব্যবহৃত পথটি ছিল তুরস্ক থেকে গ্রিসের সমুদ্রপথ।