দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ১৩ ফেব্রুয়ারী ।। বাগদেবীর বন্দনার দিনে কঁচিকাঁচাদের মধ্যেই দেখা যায় আনন্দ উচ্ছাস, স্কুলের পথে দল বেঁধে ঝলমলে পোশাকে ছোটোদের পাশাপাশি বড়দের মধ্যেও নানা প্রসাধন আর বাহারী পোশাক পরিহিতদের দেখাযায় রাজপথে। স্কুল, কলেজে যারা উপরের ক্লাসে অধ্যায়নরত তারা নিজেরাই বানীবন্দনার দিনটিকে অন্যরকম ভাবে অতিবাহিত করার রেওয়াজ চালু করে নিয়েছেন। শ্রী পঞ্চমীর দিনে শহরের পার্ক থেকে রেস্তোরায় যে যার কাছের মানুষকে সঙ্গে নিয়ে জীবনের রঙ্গীন স্বপ্নের গালগল্পে মেতে উঠে, হৃদয়ের না বলা কথা কইতে কইতে পেরিয়ে যায় বানীবন্দনার দিন। একদিকে বন্দনা অন্যদিকে ভালোবাসা অনেকের কাছেই শ্রী পঞ্চমী হয়ে উঠে অসময়ের ভ্যালেন্টাইন ডে।