জাতীয় ডেস্ক ।। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ)-র দুই ছাত্র উমর খালিদ ও অনির্বাণ ভট্টাচার্যর ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল দিল্লির একটি আদালত। দেশ-বিরোধী স্লোগান দেওয়ার অভিযোগে তাঁদের বিরুদ্ধে দেশদ্রোহীতার মামলা দায়ের করা হয়েছে।
আজ দুজনকেই দক্ষিণ দিল্লির একটি থানায় ম্যাজিস্ট্রেটের কাছে পেশ করা হয়। নিরাপত্তার কারণে থানাতেই ম্যাজিস্ট্রেটের সামনে পেশ করা হয় উমর ও অনির্বাণকে। উল্লেখ্য, গতকাল আদালত দুজনের একদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছিল।
গত মঙ্গলবার উমর ও অনির্বাণ পুলিশের কাছে আত্মসমর্পণ করেছিলেন। উল্লেখ্য, সংসদে জঙ্গি হামলার মামলায় দোষী আফজল গুরুর ফাঁসির বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে ভারত-বিরোধী স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনায় গত ১২ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভাপতি কানহাইয়া কুমারকে দেশদ্রোহিতার অভিযোগে গ্রেফতার করে পুলিশ। এরপর উমর ও অনির্বাণের বিরুদ্ধে বসন্তকুঞ্জ থানায় মামলা দায়ের করা হয়।