আন্তর্জাতিক ডেস্ক ।। ইন্দোনেশিয়ার দক্ষিণ উপকূলে শক্তিশালী ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে এ মাত্রা ছিল ৭ দশমিক ৯ মাত্রার। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ অধিদফতরের বরাত দিয়ে বার্তা সংস্থা বিবিসি এ খবর দিয়েছে। ভূমিকম্পের পর দেশটিতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। এদিকে ভূমিকম্পে বেশ কয়েকজন নিহত হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স এক খবরে জানিয়েছে। তবে মৃতের সংখ্যা জানা যায়নি। ভূমিকম্পের উৎপত্তিস্থল ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে এবং পেডাং থেকে ৮০৮ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। ভূমিকম্পের পর দক্ষিণ সুমাত্রা, উত্তর সুমাত্রা ও আচেহতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। ২০০৪ সালে উত্তর সুমাত্রা উপকূলে ৯ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে সুনামি হয়েছিল। ভয়াবহ সুনামিতে ২ লাখ ৩০ হাজার মানুষ মারা যায়।