জাতীয় ডেস্ক ।। যেই প্রার্থী থাকুন,পশ্চিমবঙ্গের ২৯৪টি কেন্দ্রে মমতাই তৃণমূলের প্রার্থী। তাঁকে দেখেই যেন মানুষ ভোট দেয়। পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির সভা থেকে আহ্বান মমতা বন্দ্যোপাধ্যায়ের। স্টিংকাণ্ডের পর দলীয় প্রার্থীদের উপর আর ভরসা করতে না পেরেই কি এমন বার্তা তৃণমূলনেত্রীর? প্রশ্ন রাজনৈতিক মহলে। তৃণমূলে মুখ একটাই। একজনই নেত্রী। এমনই প্রচার বিরোধীদের। তাকেই কার্যত এবার মান্যতা দিলেন খোদ তৃণমূলনেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যে প্রার্থীই হোক, ২৯৪টি কেন্দ্রে আমিই প্রার্থী। আমাকে ভোট দিন। পর্যবেক্ষকদের একাংশের ব্যাখ্যা, একদিকে স্টিং-কাণ্ড, অন্যদিকে পশ্চিমবঙ্গে সিপিএম-কংগ্রেস জোট নিয়ে তৃণমূল যথেষ্ট চাপে। তাই শুধুমাত্র দলীয় প্রার্থীদের উপর আর ভরসা না করে, নিজের মুখকেই ভোটে ইউএসপি হিসেবে ব্যবহার করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবার, জলপাইগুড়ির বীরপাড়া এবং ময়নাগুড়িতে দুটি জনসভা করেন তৃণমূলনেত্রী। বিরোধীদের আক্রমণ করে তাঁর দাবি, কুৎসা ছড়ানো হচ্ছে। তৃণমূলনেত্রী বলেন, আমার সঙ্গে মানুষ আছে। কেউ কিছু করতে পারবে না। এ দিন বাম-কংগ্রেস জোটকে ফের কটাক্ষ করেন মমতা। আগে কংগ্রেসকে সিপিএমের বি টিম বলে আক্রমণ করেছেন। এ দিন তাঁর কটাক্ষ, কংগ্রেস এখন সিপিএমের এ টিম। তথ্যসূত্র – এবিপি নিউজ।