নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ মে ।। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০১৬ সালের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল অন্যান্য বছরের তুলনায় এবছর আগে প্রকাশিত হবে। ২০১৬ সালের উচ্চমাধ্যমিকের বিজ্ঞান বিভাগের ফল ঘোষণা হবে অন্যান্য বছরের তুলনায় অনেক আগে। চলতি মাসের শেষের দিকেই উচ্চমাধ্যমিকের বিজ্ঞান বিভাগের ফল ঘোষণা হতে চলেছে বলে পর্ষদ সূত্রে খবর। জুন মাসের প্রথম দিকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের কলা ও বাণিজ্য বিভাগের ফল প্রকাশিত হবে।