নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ মে ।। ত্রিপুরায় হাইকোর্ট স্থাপনের সূচনায় ২৩শে মার্চ ২০১৩ সালে প্রধান বিচারপতি হিসেবে যোগ দিয়েছিলেন দীপক গুপ্তা। কার্যকালের মেয়াদ শেষে ১২ই মে ২০১৬ বৃহস্পতিবারে রাজ্যন্তরী হয়েছেন তিনি। অন্যদিকে ত্রিপুরায় হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হিসেবে রাজ্যে আসছেন টি ভাইপাই। আগামী ১৬ই মে ২০১৬ রাজভবনে শপথ নেবেন তিনি।