নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ মে ।। মঙ্গলবার রাজভবনের দরবার হলে এম বি বি বিশ্ববিদ্যালয়ের প্রথম কাউন্সিল বৈঠক অনুষ্ঠিত হয়। আসন্ন শিক্ষাবর্ষ (জুলাই-আগষ্ট, ২০১৬) থেকে বিশ্ববিদ্যালয় চালু হবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। বিশ্ববিদ্যালয়ে আগামী শিক্ষাবর্ষ থেকে কি কি বিষয় পড়ানো হবে এব্যাপারেও কাউন্সিলের বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাজ্যের রাজ্যপাল তথাগত রায় তাতে অনুমোদন দিয়েছেন। বৈঠকে কাউন্সিলের ১১ জন শীর্ষ পদাধিকারীগণ উপস্থিত ছিলেন। বৈঠকের সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাজ্যের রাজ্যপাল তথাগত রায়।