





উমাকান্ত মিনি স্টেডিয়ামে রাজ্যের ক্রীড়ামন্ত্রী সহিদ চৌধুরী, আগরতলা পুর নিগমের মেয়র প্রফুল্লজিৎ সিনহা, TTAADC এর ক্রীড়া ও যুব কর্মসূচীর কার্যনির্বাহী সদস্য পরীক্ষিৎ মুড়াসিং, বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধিকর্তা প্রসান্ত কুমার গোয়েল, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের সচিব সমরজিৎ ভৌমিক, ডঃ ব্রিন্দাবন দাস কাঠিয়াবাবাজী মহারাজ সহ অন্যান্য বরিষ্ঠ সরকারী আধিকারিকরা সাহেবী পোশাকে যোগায় অংশ নিতে দেখা গেছে।
বালক থেকে বৃদ্ধ সবার জন্যই সুস্থতার বিকল্পহীন এক প্রক্রিয়া হচ্ছে যোগাসন। ২১শে জুন আন্তর্জাতিক যোগ দিবসে রাজ্যেও সরকারী বেসরকারী স্তরে পালিত হয়েছে নানা অনুষ্ঠান।