নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০৪ জুলাই ।। অল ত্রিপুরা গভঃ ডক্টর্স এসোসিয়েশনের অবিভক্ত উত্তর জেলা কমিটির উদ্যোগে সম্প্রতি কৈলাশহর আর আর জি এম হাসপাতালের হলে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে ডাক্তার, নার্স সহ স্বাস্থ্য দপ্তরের ১৫ জন স্বেচ্ছায় রক্তদান করেছেন। এদের মধ্যে ৩ জন মহিলা। অল ত্রিপুরা গভঃ ডক্টর্স এসোসিয়েশনের জেলা কমিটির সভাপতি ডাঃ সত্যজিৎ পাল এই সংবাদ জানান।