বাইক ও লড়ির সংঘর্ষে গুরুতর আহত বাইক চালক

accedent accedent.jpg0নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০৫ আগষ্ট ।। বৃহস্পতিবার ভাটি অভয়নগর এলাকায় পথ দুর্ঘটনায় এক ঔষুধ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যুর রেশ কাটিয়ে উঠার আগেই শুক্রবার আবারও পথ দুর্ঘটনায় গুরুতর আহত হল এক ব্যক্তি। জানাযায়, খয়েরপুর-আমতলী বাইপাসের ডুকলি মহেষখলা এলাকায় TR01 N 1759 নম্বরের একটি মিনি ট্রাকের সঙ্গে TR01 K 9230 নম্বরের বাইকের সংঘর্ষে গুরুতর আহত হয় বাইক চালক। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পুলিশ। আহত বাইক চালককে হাসপাতালে পাঠানো হয়। পুলিশ মিনি ট্রাক চালককে আটক করেছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*