নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ আগষ্ট ।। ২৩ আগষ্ট আগরতলায় ঘটে যাওয়া অনভিপ্রেত ঘটনাকে কেন্দ্র করে শহর জুড়ে আজানা আতঙ্কের পরিস্থিতি স্বাভাবিক হলেও যে সকল উপজাতি ছাত্রছাত্রীরা শহরে থেকে পড়াশুনা করতেন তাদের বাড়ী নিয়ে গেছে অধিকাংশ অভিভাবকরা। শনিবার, রাজ্যের রাজ্যপাল তথাগত রায় টুইটারে করে আগরতলা থেকে পালিয়ে যাওয়া উপজাতিদের ফিরে আসার আহ্বান জানান। রাজ্যপাল টুইট করে লিখেছেন, ‘আগরতলা থেকে পালিয়ে যাওয়া উপজাতি বাসিন্দা বন্ধুরা ফিরে আসুন। আমার সরকার আপনার শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করবে’।