দীপা, সিন্ধু, সাক্ষী ও গোপীচাঁদকে BMW গাড়ির চাবি তুলে দিলেন সচিন

stখেলাধুলা ডেস্ক ।। অলিম্পিকের কৃতিদের কুর্নিশ। দীপা, সাক্ষী, সিন্ধুকে বিলাসবহুল গাড়ি উপহার দিলেন সচিন। উপহার দিলেন সিন্ধুর কোচ গোপীচাঁদকেও। রবিবার গোপীচাঁদ ব্যাডমিন্টন অ্যাকাডেমিতে রিও অলিম্পিকে পদকজয়ী পিভি সিন্ধু, সাক্ষী মালিক এবং চতুর্থ স্থানাধিকারী জিমন্যাস্ট দীপা কর্মকার এবং ব্যাডমিন্টন কোচ পুল্লেলা গোপীচন্দের হাতে বিএমডব্লিউ গাড়ির চাবি তুলে দেন রিও অলিম্পিকে ভারতের গুডউইল অ্যাম্বাসাডর মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর। হায়দরাবাদ জেলা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট চামুন্ডেশ্বরনাথ রিও অলিম্পিক্সের পরই বিলাসবহুল গাড়ি উপহারের কথা ঘোষণা করেছিলেন। সেই মতোই ক্রীড়াজগতের এই চার নক্ষত্রের হাতে তুলে দেওয়া হল উপহার। দেশের তিন মেয়ে এবং গোপীনাথের সঙ্গে সেলফিও তোলেন সচিন। তাঁদের পারফর্ম্যান্সের ধারা যেন বজায় থাকে, দেশকে যাতে তাঁরা আরও গর্বিত করতে পারেন সেই শুভেচ্ছা জানান মাস্টারব্লাস্টার। দুই মেডেলজয়ী ছাড়াও দীপা এবং গোপীচাঁদের উচ্ছ্বসিত প্রশংসা করেন সচিন। বলেন, গোপীচাঁদই আসল হিরো। আমি নিশ্চিত, ওঁরা দেশকে আরও মেডেল এনে দেবে। গর্বিত করবে ভারতবর্ষকে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*