নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ আগষ্ট ।। তৃণমূল সুপ্রীমো মমতা ব্যানার্জী ত্রিপুরায় ঘাস ফুলের শেকড় বিস্তারে ঘুঁটি সাজানোর লোক পাচ্ছিলেন না। সাম্প্রতিক সময়ে কংগ্রেসের ঘর ছেড়ে ৬ বিধায়ক তৃণমূলে যোগ দিতেই রাজ্যের বুকে তৃণমূল আবার ঘুমঘোর কাটিয়ে জেগে উঠেছে। রাজ্যে ত্রিপুরা প্রদেশ যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি পদে মনোনীত হলেন যুব নেতা সুশান্ত চৌধুরী। রবিবার, যুব তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সুশান্ত চৌধুরীকে ত্রিপুরা প্রদেশ যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি পদে মনোনীত করেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।