
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ আগষ্ট ।। ভারত সরকারের মিনিষ্ট্রি অব সোসাল জাস্টিস এন্ড এমপ্লয়মেন্টের প্রকল্প ত্রিপুরায় প্রথমবারের মতো বাস্তবায়নের উদ্যোগ গ্রহন করেছে NYP এবং AYJNIHH। উল্লেখ্য, এই প্রকল্পে রাজ্যের যে কোনো শারীরিক প্রতিবন্ধি যাদের বয়স ১৮ থেকে ৪৫-র মধ্যে তাঁদের খেলনা তৈরীর প্রশিক্ষন দেয়া হবে আর্থিক স্বয়ম্ভরতার লক্ষ্যে। সেপ্টেম্বর মাস থেকেই এই প্রকল্পের কাজ শুরু হবে। বিস্তারিত জানতে ০৯৭৭৪১৩৭৩৬৭ এই নম্বরে যোগাযোগ করতে সংস্থার পক্ষ থেকে দেবাশিষ মজুমদার অনুরোধ জানিয়েছে।