নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ সেপ্টেম্বর ।। সোমবার সন্ধ্যায় মহাকরণে ঢাকাস্থিত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা মূখ্যমন্ত্রী মানিক সরকারের সাথে সৌজন্যমূলক সাক্ষাৎকারে মিলিত হন। সাক্ষাৎকারের সময় দুজনের মধ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। মূখ্যমন্ত্রীর সাক্ষাৎকারের পর হাইকমিশনার সাংবাদিকদের বলেন, তিনি সম্প্রতি বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন। বাংলাদেশ ও ভারতের হাই কমিশনারের প্রতিবেশি রাজ্য গুলোর মূখ্যমন্ত্রী ও অন্যান্য প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাটের পরম্পরা রয়েছে। এই উদ্দেশ্যেই তিনি সোমবার মূখ্যমন্ত্রী মানিক সরকারের সাথে সাক্ষাৎকারে মিলিত হয়েছেন। তিনি বলেন, ত্রিপুরার সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। বাংলাদেশের সঙ্গে সব সময় এই সম্পর্ক থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।