নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ সেপ্টেম্বর ।। ঈদ-উল-আজহা শুধু আনন্দের ঈদ নয়। এ ঈদ অত্মোপলদ্ধির ঈদ, ত্যাগ ও উৎসর্গের ঈদ। তাইতো এ ঈদকে ‘ঈদ-উল-আজহা বা কুরবানির ঈদ বলা হয়। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা বিশ্বের সঙ্গে রাজ্যেও যথাযথ মর্যাদায় পালিত হল মুসলীম ধর্মাবলম্বীদের পবিত্র ঈদ-উজ-জোহা উৎসব। ঈদ উপলক্ষ্যে মসজিদগুলোকে নতুন করে আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয়েছে। মঙ্গলবার সকালে আগরতলাস্থিত গেদু মিঞার মসজিদে ঈদ-গাহ ময়দানে ঈদের বিশেষ নামাজ আদায় করতে উপস্থিত ছিলেন প্রচুর মুসলীম ধর্মাবলম্বী মানুষ। পবিত্র ঈদ-উজ-জোহা উৎসব উপলক্ষে কার্যকরী কমিটির সম্পাদক হাজী মহম্মদ জায়নাল উদ্দিন ধর্ম, জতি, বর্ণ নির্বিশেষে সমস্ত অংশের মানুষের মধ্যে শান্তি ও সম্প্রীতি কামনা করেন। গেদু মিঞার মসজিদে রাজ্য সহ বহিঃরাজ্যের মুসলীম ধর্মাবলম্বী সম্প্রদায়ের বিভিন্ন অফিসের কর্মচারী সহ কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর মুসলীম ধর্মাবলম্বীরা ঈদের বিশেষ নামাজ আদায় করেন। ঈদকে কেন্দ্র করে গোটা রাজ্যের মুসলমান সম্প্রদায়ের মানুষের মধ্যে উৎসাহ উন্মাদনা লক্ষ্য করা গেছে। পাশাপাশি ঈদ উপলক্ষ্যে বিভিন্ন স্থানে মেলাও আয়োজিত হয়।