জাতীয় ডেস্ক ।। ২৪ ঘণ্টায় ২ বার সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের। শহিদ এক ভারতীয় সেনা জওয়ান। সেনার এক আধিকারিক জানিয়েছেন, কাশ্মীরের রাজৌরি সেক্টরে ভারত-পাক সীমান্তে গুলি চালায় পাকিস্তানি ট্রুপ। গুলিতে মৃত্যু হয় এক জওয়ানের। মৃত জওয়ানের নাম সুধীশ কুমার(২৪)। তিনি উত্তরপ্রদেশের সম্বলপুরের বাসিন্দা। রবিবার ভোরবেলায় রাজৌরির নৌসেরা সেক্টর লক্ষ্য করে পাক সেনা গুলি চালাতে শুরু করে। জবাব দেয় ভারতীয় সেনাও। সেই ঘটনায় কেউ হতাহত হননি। সন্ধেয় রাজৌরিতে পাক সেনার গুলিতে শহিদ হলেন এক ভারতীয় সেনা।