জম্মুতে শহিদ জওয়ান গুরনাম সিংহকে ‘অশোক চক্র’ দেবে বলে ঘোষণা করল বিএসএফ

grজাতীয় ডেস্ক ।।  জম্মুতে শহিদ জওয়ান গুরনাম সিংহকে সর্বোচ্চ মরণোত্তর সম্মান দেওয়া হবে বলে ঘোষণা করল বিএসএফ। গত শুক্রবার ভারত-পাক আন্তর্জাতিক সীমান্তে লাগোয়া জম্মুর কাঠুয়া সেক্টরে বড়সড় জঙ্গি অনুপ্রবেশ রুখে দেন গুরনাম ও তাঁর সঙ্গীরা। পরের দিনই গুরনামকে টার্গেট করে পাক সেনা। ২৬ বছরের গুরনামকে গুলি করে পাক রেঞ্জার্সের স্নাইপার। গুরুতর জখম অবস্থায় তাঁকে জম্মুর সরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। গতকাল রাতে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে শহিদ হন গুরনাম। এদিন সীমান্তরক্ষী বাহিনীর পশ্চিমাঞ্চল কম্যান্ডের অতিরিক্ত ডিজি অরুণ কুমার জানান, গুরনামকে সর্বোচ্চ সম্মান দেওয়া হবে। তিনি বলেন, গুরনাম যে বলিদান দিয়েছে, তাতে কোনও সম্মানই যথেষ্ট নয়। তবে, তাঁকে অশোক চক্র দেওয়ার সুপারিশ করা হবে। এদিন শহিদ জওয়ানকে শেষ শ্রদ্ধা জানানো হয় জম্মুতে। বাহিনীর ফ্রন্টিয়ার সদরে তাঁর নিথর দেহে পুষ্পার্ঘ্য অর্পণ করেন উচ্চপদস্থ কর্তা সহ বাহিনীর জওয়ানরা। উপস্থিত ছিলেন বিজেপি নেতারাও।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*