নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ অক্টোবর ।। ত্রিপুরা সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং মগ সামাজিক সাংস্কৃতিক সংগঠনের যৌথ উদ্যোগে শুরু হল রাজ্যভিত্তিক ওয়া উৎসবের। রবিবার ধলাই ত্রিপুরার আমবাসাস্থিত কুলাই উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে ২৩ ও ২৪ অক্টোবর দু’দিন ব্যাপী ১৫তম এই ওয়া উৎসবের উদ্বোধন করেন মূখ্যমন্ত্রী মানিক সরকার। অনুষ্ঠানে মূখ্য অতিথি হিসেবে সাংসদ জিতেন চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের সদস্য সাথই মগ, বুদ্ধগয়া ভেন চাইন্দামুনি ভিক্ষু, কুলাই ভিক্ষু সংঘের সম্পাদক ভেন সুরিয়া ভিক্ষু, সন্মানিত অতিথি হিসাবে বিধায়ক অঞ্জন দাস, ললিত কুমার দেববর্মা, আমবাসা পুর পরিষদের চেয়ারপার্সন চন্দন ভৌমিক, আমবাসা পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন তপতী ভট্টাচার্যী, ধলাই ত্রিপুরার জেলা শাসক ও সমাহর্তা বিকাশ সিং সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।