উন্নয়নের প্রাক শর্ত উন্নত যোগাযোগ ব্যবস্থা – কাঞ্চনপুর মহকুমায় পর্যালোচনা সভায় মূখ্যমন্ত্রী

কাঞ্চনপুর রাজস্ব ডাকবাংলোয় অনুষ্ঠিত পর্যালোচনা সভা। ছবি – তথ্য দপ্তর।
কাঞ্চনপুর রাজস্ব ডাকবাংলোয় অনুষ্ঠিত পর্যালোচনা সভা। ছবি – তথ্য দপ্তর।

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০৫ নভেম্বর ।। কাঞ্চনপুর মহকুমার সার্বিক বিকাশ এবং বিভিন্ন উন্নয়ন কর্মসূচী নিয়ে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার কাঞ্চনপুর রাজস্ব ডাকবাংলোয় অনুষ্ঠিত পর্যালোচনা সভায় মূখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, পাহাড়ী জনপদের বিকাশে অগ্রাধিকার দিয়ে যোগাযোগ ব্যবস্থাকে সুগম করতে হবে। উন্নত যোগাযোগ ব্যবস্থাই হচ্ছে উন্নয়নের প্রাক শর্ত। এদিনের পর্যালোচনা সভায় অন্যান্যদের মধ্যে গ্রামোন্নয়ন ও বন বন্ত্রী নরেশ জমাতিয়া, বিধায়ক রাজেন্দ্র রিয়াং, বিধায়ক অরুন চাকমা, লালজুরি বি এ সি-র চেয়ারম্যান এম ডি সি ললিত দেবনাথ, জম্পুই হিল বি এ সি-র চেয়ারম্যান বিয়াক থানকিমা, দশদা বি এ সি-র চেয়ারম্যান বিষ্ণু রিয়াং, প্রধান সচিব ডঃ জি এস জি আয়েঙ্গার, উত্তর ত্রিপুরার জেলা শাসক, বিভিন্ন নির্বাচিত সংস্থার জনপ্রতিনিধিগণ, মহকুমা শাসক, তিন ব্লকের বিডিওগণ এবং বিভিন্ন দপ্তরের উচ্চ পদস্থ আধিকারিকগণ উপস্থিত ছিলেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*