শ্যাম সুন্দর কোং জুয়েলার্স ধনতেরাসে বিজয়ীদের পুরস্কার প্রদান অনুষ্ঠান

sscj-jpgcar
লাক্সারী কার পেয়েছেন আগরতলা এ,ডি,নগরের নন্দ দুলাল দেব।

sscj sscj-jpg1 sscj-jpgsc sscj-jpgsc-jpg1 sscj-jpgsc-jpg2দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ০৮ নভেম্বর ।। স্বর্ণলংকার ব্যবসার জগতে ঐতিহ্য আর পরম্পরায় স্বকীয় আভিজাত্য গ্রাহকদের চাহিদা পূরন করে চলেছে শ্যাম সুন্দর কোং জুয়েলার্স। হরিগঙ্গা বসাক রোডস্থিত শ্যাম সুন্দর কোং জুয়েলার্স-র দীপাবলী উৎসবে ধনতেরাসে গ্রাহকদের উপচে পড়া ভীড় দেখা গেছে। গ্রাহক পছন্দের দিকে লক্ষ্য রেখেই শ্যাম সুন্দর কোং জুয়েলার্স সাধ্যের মধ্যে মূল্য স্থির করে দীপাবলীতে ধনতেরাসে সোনার অলঙ্কার বিক্রি করেছে। ৮ দিন ব্যাপী ধনতেরাসে সংস্থার আগাম ঘোষণার পরিবর্তে লাকী ড্রয়ের পুরস্কারে বিজয়ীদের পুরস্কার তুলে দেয়া হয় বিজেতাদের। মঙ্গলবার শ্যাম সুন্দর কোং জুয়েলার্স-র ধনতেরাসে লাকী ড্রয়ের পুরস্কার প্রদানের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার ব্র্যান্ড অ্যাম্বেসেডার কলকাতার প্রখ্যাত শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী কৌশিকি চক্রবর্তী। লাক্সারী কার (গাড়ী) থেকে স্কুটি প্রাপকদের হাতে চাবি তুলে দেন সংস্থার ব্র্যান্ড অ্যাম্বেসেডার কৌশিকি চক্রবর্তী। লাক্সারী কার পেয়েছেন আগরতলা এ,ডি,নগরের নন্দ দুলাল দেব এবং ৪টি স্কুটি পেলেন আগরতলার সৌমিত্র চক্রবর্তী, সাব্রুমের অনির্বাণ ভৌমিক, ধর্মনগরের কঙ্কন পাল ও কলকাতার দেবাঙ্গি চন্দ্র।
গীতাঞ্জলী গেস্ট হাউসে শ্যাম সুন্দর কোং জুয়েলার্স-র ধনতেরাস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার কর্ণধার রুপক সাহা এবং অন্যান্যরা। উল্লেখ্য, বিবাহ মরসুম উপলক্ষ্যে শ্যাম সুন্দর কোং জুয়েলার্স-র তরফে ‘শুভ বিবাহ কালেকশন’-এ গ্রাহকদের জন্য নতুন উপহার ঘোষনা করা হয়েছে যথাক্রমে দেড় লক্ষ, তিন লক্ষ এবং ৫ লক্ষ টাকার স্বর্ণলংকার ক্রয়ের প্যাকেজ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*