উপ-নির্বাচনের কাজে নিযুক্ত ভোট গ্রহন কর্মীদের ভোট মহড়া মাতঙ্গিনী প্রীতিলতা হলে

by-election by-election-jpg1নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০৮ নভেম্বর ।। আগামী ১৯শে নভেম্বর, ২০১৬ ৪-বরজলা (এস সি) এবং ২৫-খোয়াই বিধানসভা কেন্দ্রে উপ-নির্বাচনকে কেন্দ্র করে ৮ই নভেম্বর (মঙ্গলবার) ৪-বরজলা (এস সি) বিধানসভা নির্বাচনী ক্ষেত্রের উপ-নির্বাচনের কাজে নিযুক্ত ভোট গ্রহন কর্মীদের ভোট মহড়া অনুষ্ঠিত হয়। এদিন সকালে মাতঙ্গিনী প্রীতিলতা হলে এই ভোট মহড়া অনুষ্ঠিত হয় ভোট গ্রহন কর্মীদের নিয়ে। ৩০০ জন ভোট গ্রহন কর্মী ও সেক্টর অফিসার এই ভোট মহড়ায় অংশ নেন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*