নোট বাতিলের সিদ্ধান্ত বাতিলের আর্জি জানিয়ে জনস্বার্থ মামলা সুপ্রিম কোর্টে

scজাতীয় ডেস্ক ।। কেন্দ্রীয় সরকারের ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্ত বাতিলের আর্জি জানিয়ে জনস্বার্থ মামলা দায়ের হল সুপ্রিম কোর্টে। এ ক্ষেত্রে যুক্তি দেওয়া হয়েছে যে, কেন্দ্রের এই সিদ্ধান্তে নাগরিকদের জীবন ও বাণিজ্যের মতো অধিকার লঙ্ঘিত হয়েছে। এই জনস্বার্থ মামলা চলতি সপ্তাহেই শুনানির জন্য তালিকাভুক্ত হতে পারে। সুপ্রিম কোর্টে দায়ের করা পিটিশনে গতকালের কেন্দ্রীয় অর্থমন্ত্রকের আর্থিক বিষয় দফতরের বিজ্ঞপ্তিকে ‘স্বৈরাচারী’ আখ্যা দিয়ে বলা হয়েছে, বাতিল নোট বদলের জন্য নাগরিকদের উপযুক্ত সময় দেওয়া হয়নি। ‘বড় ধরনের বিশৃঙ্খলা ও প্রাণঘাতী প্রতিকূলতা’ এড়ানোর জন্য এই সময় দেওয়া উচিত ছিল বলেও পিটিশনে মন্তব্য করা হয়েছে। দিল্লির আইনজীবী বিবেক নারায়ণের দায়ের করা এই জনস্বার্থ মামলায় বিজ্ঞপ্তি বাতিল অথবা জনগনকে বাতিল নোট বদলের জন্য ‘যথোপযুক্ত সময়সীমা’ দেওয়ার আর্জি জানানো হয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*