
দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ১৯ নভেম্বর ৷৷ উৎকণ্ঠা আর প্রতিক্ষার অবসান হল ৪-বরজলা এবং ২৫-খোয়াই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন পর্ব সম্পাদনের মধ্যদিয়ে। উপনির্বাচন ভোটেও মানুষ বজায় রাখলেন ভোট প্রদানের ঐতিহ্য। বিভিন্ন কেন্দ্রে ভোটের লাইনে EVM মেশিনে ভোট দানে আগ্রহ ছিল নবীন প্রবীণ প্রজন্মের মানুষদের মধ্যে। সময়ের আগেই অনেক জায়গায় মানুষ দাঁড়িয়ে পরে ভোটের লাইনে। চামড়ায় ভাজ পরা লাঠি ভর দিয়ে যেখানে পবিত্র কর্তব্য সম্পাদনের জন্যে কেউ এসছেন সেখানেই দেখা গেছে ছোট্ট শিশু কোলে মাও অপেক্ষা করছেন ভোট দানের জন্য। ১৯ নভেম্বর ৪-বরজলা এবং ২৫-খোয়াই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন উপলক্ষ্যে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয় পুরো ৪-বরজলা এবং ২৫-খোয়াই কেন্দ্রের অঞ্চলকে। খোয়াইয়ে বিরোধীদের তরফে ভোট দান নিয়ে অভিযোগ তোলা হলেও ক্ষমতাসীন দলের পক্ষ্যে নাকচ করে দিয়ে বলা হয়েছে শান্তিপূর্ণ স্বচ্ছ ভোট পর্বের শেষে রায়ের অপেক্ষা করা হচ্ছে। ৪-বরজলা বিধানসভা কেন্দ্রে ভোট পড়েছে ৮৮ শতাংশ এবং ২৫-খোয়াই বিধানসভা কেন্দ্রে ভোট পড়েছে ৯৬ শতাংশ।